
দিরাই প্রতিনিধি ::
দিরাই থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মো. জুয়েল মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি দিরাই থানার ঘাগটিয়া গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে (১৫ মার্চ) শনিবার রাত সোয়া ১১টার দিকে দিরাই পৌরসভার শুকুরনগর এলাকায় দিরাই থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই মাসুদুল হক। তার সাথে সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। অভিযানকালে মো. জুয়েল মিয়ার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. জুয়েল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা উদ্ধার ও জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।