
স্টাফ রিপোর্টার ::
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ঈদের পূর্বেই ১০০% উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা প্রদান এবং সিএফটি সমস্যার দ্রুত সমাধানসহ ১০দফা দাবিতে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। রোববার সকালে শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মো. ইনছান মিঞার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, শিক্ষক মোহাম্মদ আব্দুছ ছাত্তার, দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ এমরান হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম রাসেল, শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা তাদের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষা উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেন এবং অবিলম্বে দাবিদ পূরণে এগিয়ে আসার আহ্বান জানান। পরে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।