
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোবারক হোসেন রুবেল (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার সুনই গ্রামের নিজ বসতঘর থেকে শুক্রবার (১৪ মার্চ) রাত সোয়া দুইটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মোবারক হোসেন রুবেল উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদেও রয়েছেন।
ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার প্রস্তুতির অভিযোগে গত বছরের ৭ ডিসেম্বর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলার তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোবারক হোসেন রুবেলকে গ্রেপ্তার করা হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক স¤পাদক মোবারক হোসেন রুবেলকে শুক্রবার রাত সোয়া দুইটার দিকে নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।