
স্টাফ রিপোর্টার ::
সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৪টায় পৌর শহরের হোসেন বখত চত্বরে সপ্তসুর সংস্কৃতি চর্চা কেন্দ্র, সুনামগঞ্জের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে “শিশু ও নারী নির্যাতন বন্ধ করো, করতে হবে; সবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য, পালন করো করতে হবে; সহ নানা স্লোগান দেয়া হয়। এছাড়া ‘মানবতা যখন আক্রান্ত, নীরবতা তখন অন্যায়; এই দেশে ধর্ষক মরার আগে, ধর্ষিতা মরে যায়; ধর্ষণ যখন হয় - লিঙ্গ পোষাক বিষয় নয়, এ নৈতিকতা অবক্ষয়; কান্ডারি আজ দেখিবো তোমার মাতৃমুক্তিপণ; মানবতা জাগিয়ে তোলো, ধর্ষণ রোধে এগিয়ে চলো; আর কত বার? পথে নামবো বার বার; ধর্ষণের শাস্তি হোক মৃত্যুদ-’ প্রভৃতি লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
লোকদল শিল্পীগোষ্ঠীর সাধারণ স¤পাদক তূর্য দাস রাজ-এর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা উদীচীর সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, লোকদলের প্রতিষ্ঠাতা সভাপতি বিধান চন্দ্র বণিক বাঁধন, তৃণা দে, রিপন চন্দ, মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতন বন্ধে কঠোর আইন প্রণয়ন ও তার দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। শিশু ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক অনামিকা এষ লোপা, মাকসুদুর রহমান দিপু, অমিত বর্মণ, সেলিম আহমেদ, সুমন রাজা প্রমুখ।