
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা সদর বাজারের গরুহাট্টা এলাকা থেকে বৃহ¯পতিবার সকালে আবদুস সালাম (৫৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার মগুয়ারচর গ্রামে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি পদে ছিলেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, উপজেলার সদর বাজারের গরুহাট্টা এলাকায় দুইজন গরু ব্যবসায়ীর মধ্যে বাইরে থেকে গরু আনা নেওয়াকে কেন্দ্র করে বৃহ¯পতিবার সকাল ১১টার দিকে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে উচ্চ স্বরে দুই পক্ষের ব্যবসায়ীকে ধমক দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুস সালাম। পরে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা তাকে আটক করে ঘটনাটি থানা পুলিশকে জানান। খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। ওইদিনই ১৫১ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।