অবৈধভাবে মাটি উত্তোলন

ধর্মপাশায় এস্কেভেটর মেশিন জব্দ

আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ১১:২৩:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ১১:২৩:১৬ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি :: এস্কেভেটর দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে তা অন্যত্র বিক্রি করার ধর্মপাশা উপজেলার চকিয়াচাপুর গ্রাম থেকে বুধবার রাতে অভিযান চালিয়ে একটি এস্কেভেটর মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় এই আদালত পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার চকিয়াচাপুর গ্রামের সামনে থাকা সরকারি খাস জায়গা থেকে বেশ কয়েকদিন ধরে দিয়ে এস্কেভেটর দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে স্থানীয় একটি চক্র অন্যত্র বিক্রি করে আসছিল। এলাকাবাসীর কাছ থেকে এমন খবর পেয়ে বুধবার রাত আটটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উপজেলার চকিয়াচাপুর গ্রাম থেকে একটি খননযন্ত্র জব্দ করে তা স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়।এ সময় সেখানে মাটি উত্তোলনের কাজে জড়িত কাউকে পাওয়া যায়নি। ইউএনও জনি রায় বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com