
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলার পল্লীতে গভীর রাতে ডাকাত দলের হানা দেয়ার ঘটনা ঘটেছে। এ সময় এক ঘণ্টার ব্যবধানে দুই গ্রামে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের কালাগুজা ও বাহাদুরপুর গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, কালাগুজা গ্রামে রাত প্রায় ১২টার দিকে ২০/২৫ জনের একটি দল কালো টুপি পরে দেশীয় অস্ত্রসহ ট্রলি গাড়ি ও মোটরসাইকেল চড়ে ডাকাতির উদ্দেশ্য প্রবেশ করে। এসময় কালাগুজা গ্রামের মো. মুখলেছের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্য আক্রমণ করলে পার্শ্ববর্তী লোকজন খবর পেয়ে গ্রামে ডাকাত দল ঢুকেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেন। তাৎক্ষণিক ডাকাত প্রতিরোধে এলাকাবাসী ধাওয়া করলে ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রে গ্রামবাসীকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে ডাকাতদের হাতে থাকা রামদা, বল্লমের আঘাতে গ্রামের ৩ জন গুরুতর আহত হয়েছেন।
আহতরা জামালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ধাওয়া খেয়ে সাথে থাকা ৪টি মোটরসাইকেল ও ১টি ট্রলি ঘটনাস্থলে ফেলে যায় ডাকাত দল। পরে যাওয়ার পথে সুখাইড় উত্তর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে পুনরায় হানা দেয় ডাকাত দল। এসময় সেখান থেকেও ধাওয়া খেয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ওসি তদন্ত আরিফ উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় অভিযোগ হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং ফেলে যাওয়া দেশীয় অস্ত্রসহ সকল মালামাল জব্দ করা হয়েছে।