অবৈধভাবে ভারতে প্রবেশ, ফেরার পথে বিজিবি’র হাতে যুবক আটক

আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১১:৪১:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১১:৪৪:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ ডুলুরা বিওপির নিয়মিত টহল দল অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে এক যুবককে আটক করেছে ২৮ বিজিবি। আটককৃত ওই বাংলাদেশি যুবকের নাম মো: রাজন খান (২০)। তিনি টাংগাইল জেলার টাংগাইল সদর থানার বিশ্বাস বেতকা গ্রামের যুবরাজ খানের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিসএসসি। বিজিবি জানায়, বুধবার (১২ মার্চ) রাত আনুমানিক ৮টায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ ডুলুরা বিওপির নিয়মিত টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১২১১/৩-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাপনা নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক মো: রাজন খান (২০) কে আটক করা হয়। এসময় ৩০৬৫ রুপি ভারতীয় মুদ্রা, ১ জোড়া নতুন কেডস, ২ টি প্যান্ট, ২ টি ফতুয়া, ১টি মোবাইল এবং ১ টি ভারতীয় সীমসহ তাকে আটক করে বিজিবি। তাঁর সাথে থাকা মালামালের সর্বমোট সিজার মূল্য ২৩ হাজার ৯ শত ১৩ টাকা। বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত যুবক ভ্রমনের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিসএসসি জানান, আটককৃত আসামীকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি উক্ত এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com