
জিয়াউর রহমান ::
বিশ্বম্ভরপুরে ফসল রক্ষায় বৃষ্টির জন্য দোয়া ও বিশেষ মোনাজাত করেছেন এলাকাবাসী। বুধবার বাদ জোহর উপজেলার মুক্তিখলা মল্লিকপুর গ্রামের বান্দেরঘাট এলাকায় এই বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় আল্লাহর দরবারে দুই হাত তুলে বৃষ্টির জন্য কান্নাকাটি করেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
স্থানীয়রা জানান, বৃষ্টি না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে বোরো ফসল। চরম শঙ্কা আর অস্বস্তিতে রয়েছেন হাওড়পারের কৃষককুল। হুমকির মুখে রয়েছে বিভিন্ন জাতের ধানের চারা। পানির অভাবে ধানখেত নষ্ট করছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাত শেষে এলাকার ছোট-বড় সবাই মিলে আল্লাহর নিকট প্রার্থনা করেন।
স্থানীয়রা আরও জানান, গত বছরও আমাদের হাওরে বৃষ্টির জন্য নামাজ পড়া হয়েছে। তারই ধারাবাহিকতায় মুক্তিখলা, মল্লিকপুর, নতুন পাড়া, পদ্মনগর, বাগগাওসহ আশেপাশের লোকজন এই বছরেও নামাজে শরিক হন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার মল্লিকপুরের হাজী ফয়জুর রহমান, আতাউর রহমান, সবুজ পাশা, লোকমান হেকিম, আবদুল্লাহ, আবদুল আওয়াল, আব্দুর নুর, আব্দুল হাসিম, আবুল হাসান, মুক্তিখলার আব্দুল কুদ্দুস, মাওলানা আবুল কাসেম, মাওলানা আব্দুল বাছেত, মাওলানা আব্দুল হক আজমি, মাওলানা মাফিকুল, মাওলানা আক্তার, মাওলানা আমিন প্রমুখ।