
স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান "অপারেশন ডেভিল হান্ট" পরিচালিত হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ উপজেলা যুবলীগ আহবায়ক আবুল খয়ের(৫২) কে জামালগঞ্জ নতুন পাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আবুল খয়েরকে জামালগঞ্জে নাশকতার মামলায় আটক করা হয়েছে। বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।