দেশীয় অস্ত্রসহ ভুয়া মেজর পরিচয়দানকারী পলাতক সেনা সদস্য ও নারী আটক

আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১০:১৩:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১০:১৬:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভুয়া মেজর পরিচয়দানকারী পলাতক এক সেনা সদস্য ও তার স্ত্রী পরিচয়দানকারী এক নারীকে দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর পোশাক, ব্যাজ পরিহিত অবস্থায় আটক করেছে যৌথ বাহিনী।
আটককৃত পলাতক সেনা সদস্য বাসিদুর রহমান (৩৮), কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আঞ্জাপুর গ্রামের সাইমুল হকের ছেলে।
সোমবার (১০ মার্চ) সকালে সেনা বাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে হরিপুর গ্রামের মোহাম্মদ দানিছ মিয়া বাড়ি থেকে তাকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, আটক বাসিদুর রহমান উপজেলার হরিহরপুর গ্রামের মৃত কারী মখলিছ মিয়ার মেয়ে হামিদা বেগমের (৪০) স্বামী পরিচয়ে দানিছ মিয়ার বাড়িতে গত কয়েকদিন ধরে বসবাস করে, স্থানীয় এলাকাবাসীর কাছে নিজেকে সেনা বাহিনীর মেজর পরিচয় দিয়ে দাপটের সাথে চলাফেরা করতেন। এদিকে হামিদা বেগমের পরিবারের সাথে একই এলাকার রাসেল মিয়ার পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ সুযোগে, মেজর পরিচয়দানকারী বাসিদুর হামিদা বেগমের পক্ষ নিয়ে দাপট দেখালে, এক পর্যায়ে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে বিষয়টি তারা ছাতক সেনা ক্যাম্পে অবগত করলে, সোমবার সকালে ছাতক সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর আল জাবির মোহাম্মদ আসিব ও জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া অভিযান পরিচালনা করে ভুয়া মেজর বাসিদুর রহমান ও তার স্ত্রী পরিচয়দানকারী হামিদা বেগম (৪০) কে আটক করেন।
এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার ১ সেট ইউনিফর্ম, বুট, গামজাম্বুট, একটি ড্রোন ক্যামেরা, দুটি পাসপোর্ট, র‍্যাব-৯ লেখা সম্বলিত ১টি ক্রেস্ট, কিছু কসমেটিক্স সামগ্রী, দা, ছুরি, চাকুসহ কিছু নগদ টাকাও জব্দ করে যৌথ বাহিনী।
থানা পুলিশ ও সেনা বাহিনী সূত্রে জানাযায়, বাসিদুর রহমান, ২০০৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং ২০২০ সালে ৩৭ এ ডি রেজিমেন্টে কর্পোরাল হিসেবে কর্মরত থাকাবস্থায় ছুটিতে এসে কর্মস্থলে আর ফিরে যান নি। সোমবার দিনভর বিষয়টি নিয়ে নানা অনুসন্ধান শেষে রাতে নারীসহ ভুয়া মেজর আটকের বিষয়টি জানাজানি হলে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সোমবার দিবাগত মঙ্গলবার (১১ই মার্চ) রাত পৌনে একটায় এ বিষয়ে জানতে চাইলে, জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, ভুয়া মেজর পরিচয়দানকারী বাসিদুর ও তাঁর স্ত্রী পরিচয়দানকারী এক নারীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে দিনভর তদন্ত শেষে আজ রাতে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের পূর্বক তাদেরকে আগামীকাল মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com