
স্টাফ রিপোর্টার ::
নলুয়া সিরাজাম মুনিরা সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী রাজাপুরা দরবার শরীফ পীর।
সোমবার (১০ মার্চ) সিরাজাম মুনিরা সুন্নিয়া আলিয়া মাদরাসা মাঠে প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব মোহাম্মদ শামছুল হকের সহযোগিতায় সুরমার উত্তরপাড়ের সর্ববৃহৎ ইফতার মাহফিলে বক্তব্য রাখেন কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, ডা. আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজ সেবক আবুল হায়াত, মাদরাসা সুপার মাওলানা সালেহ আহমদ, মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি তাজুল ইসলাম, অধিকারের আহ্বায়ক সাংবাদিক আমিনুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান, আব্দুল মোবিন মোহরী প্রমুখ। ইফতার মাহফিল এ আলোচনা সভা পরিচালনা করেন আবুল খায়ের।