
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে প্রতিপক্ষের মারধর ও হামলার বিচার চেয়ে সাংবাদিক সম্মেলন করেছেন দেলোয়ার হোসেন নামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তিনি উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বোগলাবাজার গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র।
রোববার দুপুরে সাংবাদিক সম্মেলনে দেলোয়ার হোসেন বলেছেন, বোগলাবাজার গ্রামের হালিম উদ্দিনের পুত্র শহিদ মিয়া ও তার পরিবারের লোকজন সবসময় নিরীহ মানুষদের পেছনে লেগে থাকে এবং অন্যায়ভাবে প্রভাব প্রতিপত্তি দেখায়। তিনি বলেন, সম্প্রতি শহিদ মিয়া তার হালচাষের ট্রাক্টর প্রতিনিয়ত আমাদের ফলন্ত গম ও সরিষা খেতের ওপর দিয়ে আনা-নেওয়া করে এবং এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির সাধিত হয়। এই ঘটনার প্রতিবাদ জানালে প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। এতে আহত হন দেলোয়ার হোসেন (৫৫), হালিমা বেগম (৫০), আব্দুল আহাদ (২০), আকাশ মিয়া (২৫), সাগর মিয়া (৩০) প্রমুখ। এখনো আমাদের অনেকে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মারধর ও হামলার বিচার চেয়ে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
অবসরপ্রাপ্ত সেনাসদস্য দেলোয়ার হোসেন হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত মামলা নিয়ে আইনী প্রক্রিয়ায় তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেছেন, বিষয়টি তদন্তাধীন আছে। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।