
গত ৬ মার্চ বৃহস্পতিবার সুনামগঞ্জ শহরের পৌর মিনি মার্কেটে বাজার মনিটরিং কমিটির অভিযানে জয়সত্য এন্টারপ্রাইজ তেল মজুদ রাখার দায়ে শংকর রঞ্জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই বিষয়ে গত শুক্রবার দৈনিক সুনামকণ্ঠে প্রকাশিত সংবাদে উল্লেখিত একাংশের তথ্য ভুল বলে জয়সত্য এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর শংকর রঞ্জন ভিন্নমত পোষণ করেছেন। তিনি ভিন্নমতে উল্লেখ করেছেন মূলতঃ ওই মিনি মার্কেটের একই সারির মা স্টোরে তেল মজুদ রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।