
স্টাফ রিপোর্টার ::
খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার বার্ষিক সাধারণ সভা ৮ মার্চ ২০২৫ শনিবার বিকাল ৫টায় পৌর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মাওলানা আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আতাউল হকের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে ২০২৫-২৬ সেশনের জন্য সুনামগঞ্জ পৌর শাখার পুনর্গঠন কার্যক্রম স¤পন্ন করা হয়।
নতুন সেশনের জন্য সভাপতি পুনঃনির্বাচিত হন মাওলানা আলী খান এবং সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হন মাওলানা আতাউল হক।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন ও নির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী। সাধারণ সভায় খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার ২০২৫-২৬ সেশনের নবনির্বাচিত নির্বাহী দায়িত্বশীলবৃন্দ হলেন: সভাপতি- মাওলানা আলী খান, সহ সভাপতি- মাওলানা হাবিবুর রহমান, হাফিজ মাওলানা আবু তালহা, সৈয়দ রেজাউল হক, মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক- মাওলানা আতাউল হক, সহ সাধারণ সম্পাদক- আবু হাদি, মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু মাহদী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী, বায়তুলমাল সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ফারুকী, প্রশিক্ষণ সম্পাদক জিয়া বিন মদরিস অফিস সম্পাদক মো. সালমান খান মহিলা বিষয়ক সম্পাদক সাদিকা খাতুন বুশরা, নির্বাহী সদস্য মো. ফখর উদ্দিন, শাহ হোসাইন সুজন, মো. হারিছ আলী, কাজী কামরুল হাসান, গোলাম হোসেন রাজিব।