ধর্মপাশায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১০:০২:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১০:০২:০০ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নূরপুর গ্রামের নিজ বসতঘর থেকে গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে রোকন উদ্দিন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক পদে রয়েছেন। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে গত বছরের ৭ ডিসেম্বর ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক রোকন উদ্দিনকে নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com