
স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) রাত সোয়া ১০টার দিকে জগন্নাথপুর থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক কারবারি মো. সাদেক মিয়া ওরফে সাদুকে (৪৫) গ্রেফতার করে। তিনি জগন্নাথপুর থানার রানীনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, এই অভিযানের নেতৃত্ব দেন জগন্নাথপুর থানার এসআই রফিজুল মিয়া। তার সঙ্গে ছিলেন থানার অন্যান্য পুলিশ সদস্যরা। অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তির বসতঘর থেকে ৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাদেক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।