
ছাতক প্রতিনিধি ::
“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছাতকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে রোববার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সুব্রত দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিথুন, উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়, সহকারী উপ-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জয়দেব চন্দ্র দেবনাথ, সার্টিফিকেট সহকারী কমলেশ চক্রবর্তী, আসাদ আলী প্রমুখ।