
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের জালালপুর গ্রাম হয়ে বেতগঞ্জ-বুড়িস্থল সড়কের সংস্কার কাজ চলছে। গত বছরের ডিসেম্বর থেকে শুরু হওয়া এই কাজ শেষ হবে অনুমান চলতি বছরের ১৫ মার্চ। এলজিইডি’র তত্ত্বাবধানে এই সড়কের সংস্কার কাজ হচ্ছে।
ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স প্রদীপ এন্টারপ্রাইজের পরিচালক হরেশ চন্দ্র দে বলেন, সড়কের দুই পাশে গার্ডওয়াল, আরসিসি ঢালাইসহ ৬২৫ মিটার দৈর্ঘ্যের এই সড়ক সংস্কার হচ্ছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা। চলতি বছরের ১৫ মার্চের মধ্যে কাজ শেষ হবে।
স্থানীয়রা জানান, বিগত ২০ বছর আগে একবার সিবিআরএম এই সড়ক সংস্কার করেছিল। ভাঙাচোরা সড়কে চলাফেরা ছিল গ্রামের মানুষ সহ শহর ও শহরতলির হাজারো মানুষের। মানুষের এই চরম ভোগান্তি কমিয়ে আনতে উদ্যোগ নেন সুনামগঞ্জের কৃতী সন্তান মোল্লাপাড়া ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা এবং খাদ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক এ.এইচ.এম হুমায়ূন কবির শাহীন। তাঁর অক্লান্ত প্রচেষ্টায় দ্রুত সংস্কার কাজ শুরু হয়।
তারা বলেন, এই সড়ক সংস্কারের ফলে হাজারো মানুষের ভোগান্তি নিরসন হবে। তাই তারা মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান মো. নূরুল হক বলেন, এই সড়ক সংস্কারে আমাদের জালালপুর গ্রামের বাসিন্দা এবং খাদ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের অবদান রয়েছে। তাঁর অক্লান্ত প্রচেষ্টায় এই সড়ক সংস্কার হচ্ছে।
সদর উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, খাদ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক এ.এইচ.এম হুমায়ূন কবির শাহীন সাহেবের সুপারিশে এই সড়কের সংস্কার কাজ হয়েছে। কয়েক দিনের মধ্যে কাজ শেষ হবে।