
ধর্মপাশা প্রতিনিধি ::
জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে ধর্মপাশা উপজেলায় গতকাল রবিবার সকাল ১১টার দিকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এই আয়োজন করে।
উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালিটি উপজেলার সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মঞ্জুর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলা উদ্দিন খান, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের ডাটা এন্ট্রি অপরেটর সেজাউল করিম, মো. রায়হান, ট্রেনিং অপারেটর একরাম হোসাইন, অফিস সহায়ক রুহুল আমিন প্রমুখ।