
দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক অভিজিৎ সূত্রধর বলেছেন, যে দেশের সাহিত্য-সংস্কৃতি অঙ্গন যতো উন্নত, সে দেশ ততো উন্নত। বিজ্ঞানের উৎকর্ষের যুগে আমাদের প্রিয় ছাত্র ও যুবসমাজ সুস্থ সাহিত্য সংস্কৃতি চর্চার বদলে আকাশ সংস্কৃতির দিকে ঝুঁকে পড়ছে, যার কারণে আজ আমাদের সাহিত্য সংস্কৃতির অতীত ঐতিহ্য হারাতে চলছে। জাতির নৈতিক অবক্ষয়ের যুগে সুস্থ সাহিত্য ও চর্চা খুবই প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি সুস্থ সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় সবাইকে এগিয়ে আসতে হবে।
শনিবার শব্দসিঁড়ি সাহিত্য ও সংস্কৃতি পরিষদ আয়োজিত কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।
সংগঠনের সভাপতি ইমামুল ইসলাম রানার সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মুহসিনা খাতুন রুমি’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী এটিএম মোনায়েম আহমেদ, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ স¤পাদক কুদরত পাশা, নলেজ হোম প্রি ক্যাডেট একাডেমির পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, সুরমা স্কুল এন্ড কলেজের প্রভাষক মোস্তাহার মিয়া, দিরাই প্রেসক্লাবের সদস্য, এনটিভি ও মানবজমিন প্রতিনিধি মোশাহিদ আহমদ সরদার, শিক্ষক সজিত মিয়া, সাংবাদিক প্রশান্ত সাগর দাস। বক্তব্য রাখেন শিক্ষক মুহসিনা খাতুন রুমি, সাংবাদিক গোলাম জিলানী, অভিভাবক গোলাপ মিয়া, জাহাঙ্গীর আলম, আইমান আহমদ, সেলিম রেজাসহ শিক্ষক-অভিভাবকবৃন্দ। সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।