ছাতক প্রতিনিধি ::
ছাতক পৌর শহরের শ্যামপাড়াস্থ আকিজ প্লাস্টিক লিমিটেডের কারখানার প্রধান ফটকে বেতন বৃদ্ধির দাবিতে অস্থায়ী শ্রমিকরা বিক্ষোভ করেছেন। সোমবার সকালে প্রায় তিন শতাধিক অস্থায়ী শ্রমিক কারখানার প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বেতন বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে সেনাবাহিনী, পুলিশ, সাংবাদিক ও শ্রমিক সমন্বয়কদের মধ্যে থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসে। এ সময় কারখানার ব্যবস্থাপক সঞ্জয় পাল বলেন, আগামী ১৫ সেপ্টেম্বরের ভিতরে শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ সকল যৌক্তিক দাবি মালিকপক্ষের সাথে আলোচনা করে মেনে নেয়া হবে।
পরে সমন্বয়কদের পক্ষ থেকে শ্রমিকদের উদ্দেশ্যে এ সিদ্ধান্তের কথা জানালে প্রায় চার ঘণ্টা পর কারখানার প্রধান ফটক ছেড়ে কাজে যোগ দেন আন্দোলনরত শ্রমিকরা। শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিকনেতা ওয়াখিল আহমেদ, ইমাম উদ্দিন, জাহাঙ্গীর আলম, শ্যামল দাস, মাসুম মিয়া, সাবিনা বেগম, শাহরিয়ার হোসেন, পলি রানী দাস, কুলসুমা বেগম, রহমতুন্নেছা, শিল্পী রানী, মাহবুব হাসান, তানভীর হোসেন, আলেক মিয়া, রুমেন মিয়া, খসরু মিয়া প্রমুখ।