
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের দ্বি-বার্ষিক সম্মেলন, নব-নির্বাচিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা স¤পন্ন হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুপুর ১২টায় গণপাঠাগারের সভাপতি কবি, প্রাবন্ধিক ও গবেষক শেখ একেএম জাকারিয়ার সভাপতিত্বে পাঠাগারের সাংগঠনিক স¤পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের সাবেক সাধারণ স¤পাদক, কালচার বাংলার চেয়ারম্যান রাহমান তৈয়ব। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের বিশিষ্ট ছড়াকার, বাচিকশিল্পী ও সংগঠক ইয়াকুব বখত বাহলুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাউয়াবাজার ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক দুলাল মিয়া, জামালগঞ্জ সাহিত্য সংসদের সভাপতি নুরুল হক, মধ্যনগর সাহিত্য পরিষদের সভাপতি অজয় রায়, পর্তুগাল প্রবাসী টিপু সুলতান রুয়েল, সমাজ সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি কবি ও কলামিস্ট রেজাউল করিম কাপ্তান, জাগ্রতকণ্ঠ সমাজকল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি সহিদ মিয়া, প্রভাষক মামুন আহমদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আবু সঈদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের সহ-সভাপতি কবি ও শিক্ষক সাজাউর রহমান, নব নির্বাচিত সাধারণ স¤পাদক ওবায়দুল মুন্সী, পাঠাগারের সদস্য নজরুল ইসলাম, সাংস্কৃতিক স¤পাদক (অবসরপ্রাপ্ত) সার্জেন্ট জিয়াউর রহমান, কবি গিলেমান, কবি একরামুল হক সেলিম, সহ-সাধারণ স¤পাদক ছালিক সুমন, মহিলা স¤পাদিকা এনিমা জাহান, এসআই আকিক প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, সাহিত্য জাতির আয়না। একটি দেশের শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য সবকিছু উঠে আসে সাহিত্যে। সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার সুনামগঞ্জে ভালো পাঠক তৈরির পাশাপাশি ভালো লেখক তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করবে।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ারুল হক, জসীম উদ্দিন, কবি ও গীতিকার মাজহারুল ইসলাম, আদিল আরমান, মারুফ হক তামিম, সালমান আহমদ ফার্সী, ডিএইচ নবীন প্রমুখ।
আলোচনা সভা শেষে সংগীতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ টেলিভিশনের গীতিকার ও সুরকার আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ, সাহিত্যে অবদান রাখার জন্য বিশিষ্ট ছড়াকার ও বাচিকশিল্পী ইয়াকুব বখত বাহলুল এবং মানবাধিকার কর্মী ও সাংবাদিক আবু সঈদকে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।