অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ২

আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০৯:২৮:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০৯:৪৪:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হচ্ছে। জেলার বিভিন্ন থানার যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রাজকুমার তালুকদার (৩৭), তিনি মধ্যনগর থানাধীন জমশেরপুর গ্রামের বাসিন্দা এবং নিষিদ্ধ সংগঠন মধ্যনগর সদর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি। এছাড়া অপর গ্রেফতার মামুনুল হক মোহন (৪২), তিনি ছাতক থানাধীন পূর্ব নোয়ারাই গ্রামের বাসিন্দা এবং ছাতক পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com