
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. বশির আহমেদ (৪৩), তিনি সুনামগঞ্জ শহরের পূর্ব তেঘরিয়া এলাকার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে সুনামগঞ্জ পৌরসভার সাহেববাড়ি ঘাট এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন এসআই আজিজুল হক, তার সহকারী হিসেবে ছিলেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, কনস্টেবল দিপক মুন্ডা এবং কনস্টেবল জাবরুল ইসলাম। অভিযানে মো. বশির আহমেদের কাছ থেকে ২০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মো. বশির আহমেদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।