![](https://sunamkantha.com/public/postimages/67acdfc838655.jpeg)
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার হোসেনপুর গ্রামের নিজ বসতঘর থেকে গত বুধবার সকালে মো. আবু সাঈদ (১৪) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। সে ওই গ্রামের মো. শামছুদ্দিনের ছেলে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাইপথে ভারতীয় চিনি আনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার হোসেনপুর গ্রামের মো. আবু সাঈদের বিরুদ্ধের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। মামলা নম্বর জিআর ৯/২৪। সে পলাতক ছিল। বুধবার সকাল ১০টার দিকে নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। ওইদিন দুপুরে তাকে সুনামগঞ্জ জেলা শিশু আদালতে পাঠালতে পাঠানো হয়েছে।