![](https://sunamkantha.com/public/postimages/67acde9fc7dd3.jpg)
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে যাত্রীবাহী অটোরিকশা সিএনজি ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর রাণীগঞ্জ সড়কের গন্ধর্বপুর গ্রাম এলাকার আঞ্চলিক মহাসড়কে। সংঘর্ষে ঘটনাস্থলেই রাকেশ রায় নামের ৬০ বছরের এক বৃদ্ধ যাত্রী নিহত হন। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উমেদনগর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বুধবার বেলা ২টার দিকে সড়কের দুই দিক থেকে সিএনজি ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা এবং পুলিশ হতাহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি বিভাগের চিকিৎসক জান্নাত বলেন, হাসপাতালে আসার আগেই রাকেশ রায়ের মৃত্যু হয়েছে। বাকি ৮ আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, দুর্ঘটনার পর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।