![](https://sunamkantha.com/public/postimages/67acddb42af24.jpg)
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। বুধবার যুগান্তর স্বজন সমাবেশ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে।
যুগান্তর স্বজন সমাবেশ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকারের সভাপতিত্বে ও দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. বায়েজীদ বিন ওয়াহিদের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর জামালগঞ্জ প্রতিনিধি মো. হাবিবুর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঈন উদ্দিন আলমগীর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. সানোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, জামালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সুজিত রঞ্জন দে, উপজেলা সমাজসেবা অফিসার সাব্বির সারোয়ার, জনস্বাস্থ্য প্রকৌশলী রাম কুমার সাহা, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক আমারদেশ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মুজিবুর রহমান, বিএমএফ টিভির প্রতিনিধি দিল আহমেদ, জৈন্তাবার্তা প্রতিনিধি মহসিন কবির, দেশপ্রবাস সভাপতি নূরুল হক, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি আব্দুস সামাদ আফিন্দী নাহিদ প্রমুখ।