বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৮:৩১:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৮:৩১:১৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার শহরের কাজীর পয়েন্টস্থ সংগঠনের কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস। নির্বাচনে সংগঠনের সহ-সভাপতি পদে মোহাম্মদ মুরশেদ আলম ও মোহাম্মদ সামছুর রহমান নির্বাচিত হয়েছেন। সাধারণ স¤পাদক পদে নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম গাজী নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ তাজ উদ্দিন ও সহ-কোষাধ্যক্ষ পদে সোহেল আহমদ নির্বাচিত হয়েছেন। এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১০ জন। তারা হলেন অনুকূল চন্দ্র মৈত্র, মো. আপ্তাব উদ্দিন, মো. আব্দুল হেকিম, মো. আব্দুল মন্নান, মো. মোজাম্মেল আলী, মো. আয়ূব আলী, মো. একেএম উছমান গণি, মো. আব্দুল জব্বার, মো. মমিনুল হক, সলিল কুমার রায়। উল্লেখ্য, নির্বাচনে ভোটার ছিলেন ৪৬৪জন। এর মধ্যে ৩১৯জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com