![](https://sunamkantha.com/public/postimages/67aab2751bd09.jpeg)
স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর পৌরশহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত শেখ মুজিবের ম্যুরালটি হাতুড়ে, শাবল ও মেশিন দিয়ে ভেঙে ফেলা হয়। পরে উপজেলা প্রশাসনিক ভবনের সামনের ম্যুরালটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০ টার দিকে ১৫ থেকে ২০ জনের একদল লোক বঙ্গবন্ধুর ম্যুরাল দুটি ভেঙে দিয়েছে। তবে অন্য কোন স্থাপনা ভাংচুর করা হয়নি।