![](https://sunamkantha.com/public/postimages/67aab08473e8c.jpeg)
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে নাশকতার মামলায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আজিজুল হক হিরাকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। রোববার রাতে সাচনা গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজিজুল হক হিরা উপজেলার উত্তর ইউনিয়নের সাচনা গ্রামের ফজলুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি নষ্ট ও সরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করার লক্ষ্যে গোপন বৈঠক ও সহযোগিতার লক্ষ্যে গত ১০ ফেব্রুয়ারি জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের হলে সেই মামলায় তাকে ১নং এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ওসি তদন্ত আরিফ উল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।