![](https://sunamkantha.com/public/postimages/67aaad7002279.jpg)
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের নর্থ ইস্ট আইডিয়াল কলেজে সপ্তাহব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপিত হয়েছে। উৎসবে ছিল বিভিন্ন খেলাধুলার ইভেন্ট, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে নিহত ছাত্রশহীদদের স্মৃতিচারণ।
উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার, বিজিবি ক্যা¤েপর বিপরীতে নর্থ ইস্ট আইডিয়াল কলেজের নিজস্ব ক্যাম্পাস সংলগ্ন মাঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব রাশেদুল ইসলাম রাজু। প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথি তরুণদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই দেশ বদলাবে, পৃথিবী বদলাবে। তারুণ্যের উৎসব তরুণদের মধ্যে নতুন প্রেরণা জোগাবে।
খেলাধুলা ও প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা তারুণ্যের উৎসবে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রথম স্থান অধিকারীরা হলেন- ছেলেদের ২০০ মিটার দৌড় ও মোরগের লড়াই: তালহা (একাদশ শ্রেণি), মেয়েদের মিউজিক্যাল বল: অমি (একাদশ শ্রেণি), মেয়েদের ভারসাম্য দৌড় : সুলতানা (একাদশ শ্রেণি), শিক্ষকদের মিউজিক্যাল বল : প্রভাষক সিফা সুলতানা, শিক্ষকদের ভারসাম্য দৌড় : প্রভাষক মাসুদ আহমদ অপু, সাংস্কৃতিক পর্ব ও সমাপ্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করে এবং ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় অংশ নেয়। উৎসবের শেষ পর্বে সকল অংশগ্রহণকারী ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।
এই উৎসব শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তাদের নতুন উদ্যোমে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা যুগিয়েছে। নর্থ ইস্ট আইডিয়াল কলেজের এমন উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।