![](https://sunamkantha.com/public/postimages/67aaaca0bc547.jpg)
স্টাফ রিপোর্টার ::
‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে সুনামগঞ্জে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও দুই ইউপি চেয়ারম্যানসহ ছয় জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অভিযানে ওই ছয় জনকে গ্রেফতার করা হয়। দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান।
গ্রেফতারকৃতরা হলেন- ৪ নং শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাত্তার মিয়া (৭৬), ৩নং বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু (৫০), দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম (৫৫), তাহিরপুরের বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জলিল মিয়া (৪৮), দিরাই সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক স¤পাদক কাওছার আহমেদ (২৮) ও ছাতক উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ (২৫)।
পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান জানান, সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।