![](https://sunamkantha.com/public/postimages/67aaac2f22ee9.jpg)
স্টাফ রিপোর্টার ::
গত ৯ ফেব্রুয়ারি ভার্ড চক্ষু হাসপাতাল, ইকবালনগর, সুনামগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের অর্থায়নে মোট ৫৪ জন ছানি রোগীকে চোখের ছানি অপারেশন করা হয়েছে। হাসপাতালের নিজস্ব অভিজ্ঞ সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনের মাধ্যমে উন্নত প্রযুক্তিতে লেন্স সংযোজনের মাধ্যমে সফলভাবে রোগীদের অপারেশন স¤পন্ন করা হয়। অপারেশনের পর সকল রোগী স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন। রোগীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংক সুনামগঞ্জের উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ এবং সিনিয়র অফিসার মো. হোসাইন আহমেদ।
উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক, ছানি রোগী ও ঠোঁট কাটা রোগীদের চিকিৎসা সেবা এবং ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। তিনি আরও বলেন, ডাচ্-বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আবুল কাশেম মো. শিরিন স্যারের আন্তরিক সহযোগিতায়, মানব সেবামূলক কাজগুলো করা সম্ভব হচ্ছে।
রোগী, রোগীর অভিভাবকসহ সকলেই সন্তোষ প্রকাশ করেছেন এবং ভার্ড আই কেয়ার সার্ভিস (ভার্ড- ইসিএস)-এর ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জ এবং ডাচ্-বাংলা ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।