![](https://sunamkantha.com/public/postimages/67a9664a92d3e.jpg)
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ের কক্ষে উপজেলা স্কাউটসের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে রবিবার বেলা দুইটার দিকে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়কে পদাধিকার বলে স্কাউটসের উপজেলা কার্যনির্বাহী কমিটির সভাপতি, মাহবুবুল কবীর, দেলোয়ার হোসেন, বিজন কুমার তালুকদার, গোলাম জিলানী, মাহবুব আলমকে সহ-সভাপতি, কমিশনার পদে রাশিদ আলম, সম্পাদক পদে নির্মল চন্দ্র সরকার, যুগ্ম সম্পাদক পদে তিতাস রায়, কোষাধ্যক্ষ পদে মাহবুবুল আলম, গ্রুপ সভাপতি পদে (স্কাউটস শাখায়) মো. নূরুল ইসলাম, আবদুল কাদির, গ্রুপ সভাপতি পদে (কাব শাখায়) গোলাম সারোয়ার শাহীন ও নাজমুল হক নির্বাচিত হয়েছেন।