![](https://sunamkantha.com/public/postimages/67a6dead6d90e.jpg)
শাল্লা প্রতিনিধি ::
শাল্লায় ভেঙে দেয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সামনে থাকা ওই ম্যুরাল ভাঙতে দেখা গেছে কিছু লোককে। তবে বঙ্গবন্ধুর ম্যুরালটি ভাঙার সময় খুব বেশি লোকজন ছিলেন না। ৫-৭জন লোককে ম্যুরাল ভাঙতে দেখা গেছে। তবে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দু’টি ম্যুরালই গত ৬ আগস্ট আংশিক ভেঙে দেয়া হয়েছিল। গতকাল শুক্রবার ম্যুরালটি আবারও ভাঙতে দেখা যায়। ধারণা করা হচ্ছে ঢাকায় বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২নাম্বার বাড়িটি ভাঙার অংশ হিসেবেই এই ম্যুরালটিও ভাঙা হয়েছে। তাদের একজন সমন্বয়ক পরিচয় দাবি করা লোকও অংশ নিয়েছেন।