
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ব্যবসায়ী এরন মিয়া (৬৫) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার দুপুর ১ টায় সিলেটের নূরজাহান ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। আজ শুক্রবার বাদ জুম্মা মইনপুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁর মরদেহ গ্রামের কবরস্থানে দাফন করা হবে। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন।
এরন মিয়া সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে বড় ছেলে হিমেল আহমদ সকলের নিকট দোয়া চেয়েছেন।