![](https://sunamkantha.com/public/postimages/67a434ba99141.jpg)
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর নৌ-পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেড-এর ৪টি পদে প্রথম ত্রি-বার্ষিক নির্বাচন স¤পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রব্বানী এবং সাধারণ স¤পাদক পদে আবুল আজাদ বিজয়ী হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) তাহিরপুর বাজার বণিক সমিতির কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮৪ জনের মধ্যে ৮২জন সদস্য প্রত্যক্ষভাবে ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। ভোট গ্রহণ শেষে বিকাল ৪টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সাইকুল ইসলাম তালুকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক জিতেন্দ্র সূত্রধর।
নির্বাচনে সভাপতি পদে মো. রব্বানী পেয়েছেন ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াজুল হক পেয়েছেন ২২ ভোট, আবুল হোসেন পেয়েছেন ১৬ ভোট। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহ আলম। তিনি পেয়েছেন ৫০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবলু মিয়া ২৯ ভোট পেয়েছেন। সাধারণ স¤পাদক নির্বাচিত হয়েছেন আবুল আজাদ। তিনি পেয়েছেন ৫৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সেজুল মিয়া পেয়েছেন ২৮ ভোট। সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইজাজুল হক। তিনি পেয়েছেন ৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জানে আলম পেয়েছেন ৩৭ ভোট। কোষাধ্যক্ষ পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আনাছ আহমদ লিটন।