![](https://sunamkantha.com/public/postimages/67a4345863d06.jpeg)
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মামলায় ২ বছর ১ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহনুর হোসাইনকে গ্রেফতার করা হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার রমাপতিপুর গ্রামের মো. সমছু উদ্দিনের ছেলে।
জগন্নাথপুর থানার এসআই মো. সাকিব হোসেন, এসআই মো. লুৎফুর রহমান, এএসআই হুমায়ুন কবির, এএসআই এখলাছুর রহমানসহ সঙ্গীয় পুলিশ দল অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহনুর হোসাইনকে গ্রেফতার করে। বুধবার গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।