![](https://sunamkantha.com/public/postimages/67a2de761a3ce.png)
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে মৎস্যজীবী ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক মৎস্যজীবী লীগ নেতার বিরুদ্ধে। এ ব্যাপারে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের শুড়িগাঁও গ্রামের বাসিন্দা ভুক্তভোগী জিয়াউর রহমান। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের শুড়িগাঁও গ্রামের বাসিন্দা ও ৪নং ওয়ার্ড মৎস্যজীবী লীগের সভাপতি হাফিজ উদ্দিন মৎস্যজীবী ভাতার কার্ড করে দেওয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে শুড়িগাঁওসহ বিভিন্ন এলাকার গরিব-অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। এ ব্যাপারে লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলামের কাছে ভুক্তভোগীরা বিচার প্রার্থী হলে তিনি হাফিজ উদ্দিনকে নোটিশ করেন। নোটিশ করার পরেও মৎস্যজীবী লীগ নেতা হাফিজ উদ্দিন কোনো পাত্তা দিচ্ছেন না। অভিযোগকারী জিয়াউর রহমান বলেন, হাফিজ উদ্দিন মৎস্যজীবী লীগের সভাপতি পরিচয় দিয়ে এলাকার অসহায় মানুষদের কাছ থেকে মৎসজীবী কার্ড করে দেওয়ার কথা বলে জনপ্রতি ২০০-৫০০ টাকা নিয়েছেন। টাকা নেওয়ার সময় মাছ ধরার জাল, নৌকা, চাল, ডালসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলেছেন। কিন্তু এখন পর্যন্ত কাউকে কিছুই দেননি। যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের টাকাও ফেরত দিচ্ছেন না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মৎস্যজীবী লীগের সভাপতি হাফিজ উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ব্যক্তিগতভাবে কারো কাছ থেকে কোনো টাকা নেইনি। মৎস্যজীবী ভাতার কার্ড করে দেওয়ার জন্য লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি গিয়াস উদ্দিন টাকা নিয়েছেন। টাকা পরে কি করা হয়েছে আমার জানা নেই, এবিষয়ে তিনিই বলতে পারবেন। অভিযোগের বিষয়ে জানতে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহের নিগার তনু’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে ব্যস্ত থাকায় পরে কথা বলবেন বলে জানান।