
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ থানার পুলিশ অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২ হাজার পিস শেখ নাসিরুদ্দিন নামীয় পাতার বিড়ি উদ্ধার করেছে। অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুল হেকিম (৬০) জামালগঞ্জ থানাধীন কালীবাড়ী গ্রামের বাসিন্দা।
এসআই শামীম কবির সঙ্গীয় ফোর্সসহ সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে জামালগঞ্জ থানাধীন সাচনা কাঁচা বাজারে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে আব্দুল হেকিমের কাছ থেকে একটি শপিং ব্যাগের ভিতর রাখা ৪ বান্ডিল বিড়ি উদ্ধার করা হয়, যেখানে প্রতি বান্ডিলে ৫০০ পিস করে মোট ২,০০০ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি পাওয়া যায়।
পুলিশ জানায়, এ ঘটনায় জামালগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।