স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের আবাবিল নূরানী শিশু একাডেমির বার্ষিক সীরাতুন্নবী (সা.) মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের কাজীর পয়েন্টস্থ একাডেমি প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি প্রিন্সিপাল হাফিজ মাওলানা নূর হোসাইন। মাওলানা মুহিব্বুর রহমান মুহিব ও শেখ সৈয়দ আল সাব্বির-এর যৌথ পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল্লাহ খান, ইমাম ও খতিব মাওলানা আবু সাঈদ, ইমাম ও খতিব হাফেজ আতাউর রহমান লস্কর, শেখ সামায়ুন রাশেদ, শহীদুল ইসলাম রফু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুফতি মোবাশ্বির আলী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সাইম আহমদ। পরে অনুষ্ঠিত হয় মিলাদ-মাহফিল। মিলাদ-মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন শাইখুল হাদিস আব্দুল্লাহ খান। সবশেষে একাডেমিতে অনুষ্ঠিত নানা প্রতিযোগিতায় বিজয়ী কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।