শান্তিগঞ্জ প্রতিনিধি ::
সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ব্যক্তিগত সহকারী (এপিএস) জুয়েল আহমেদকে গ্রেপ্তার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। রবিবার ভোর রাতে উপজেলার ডুংরিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল আহমদ (৪১) ডুংরিয়া গ্রামের আব্দুল শহিদ মিয়ার পুত্র। তিনি সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ব্যক্তিগত সহকারী পদে দীর্ঘদিন চাকরিতে ছিলেন।
পুলিশ সূত্রে জানাযায়, গত রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সদের নিয়ে ডুংরিয়া গ্রামে জুয়েল আহমদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। নাশকতা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে জুয়েল আহমদকে গ্রেফতার করা হয়।
জানাযায়, গত বছরের ৪ ডিসেম্বর শান্তিগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা দায়ের করে। উক্ত মামলায় জুয়েল আহমদকে গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়। আদালত জুয়েল আহমদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী জানান, সুনির্দিষ্ট অভিযাগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।