ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলায় লরি গাড়ি ও হ্যান্ডট্রলি দিয়ে মাটি পরিবহন করে অবৈধভাবে তা অন্যত্র বিক্রির দায়ে দুইজন মাটি ব্যবসায়ীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দ- পাওয়া দুইজন হলেন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কলইড গ্রামের শহিদ ফকির (২৬) ও নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর গ্রামের ইমন মিয়া (২৫)। গত শনিবার (১ ফেব্রুযারি) বিকেল সোয়া পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত উপজেলার সেলবরষ ইউনিয়নের সৈয়দপুর ও ধর্মপাশা সদর ইউনিয়নের ফাতেমা নগর এলাকায় অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ)ধারা, ১৫(১) ধারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় দুইজন মাটি ব্যবসায়ীকে এই দ- দেন। দুজন ব্যবসায়ীই জরিমানার টাকা পরিশোধ করেছেন বলে জানিয়েছেন ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক।