স্টাফ রিপোর্টার ::
প্রতি বছরের ন্যায় এবারও সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. নাহিদ নিয়াজ শিশির। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর হোসেন আহমেদ রাসেল, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীগণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মো. শাজাহান মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বিরোদা রানী রায় বলেন, লেখাপড়া ও খেলাধুলা একে অপরের অবিচ্ছেদ্য অঙ্গ। সুস্থ শরীর ও মস্তিষ্ক গঠন এবং মেধা বিকাশের অন্যতম মাধ্যম খেলাধুলা। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ করে দিতে হবে। সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক নাসিমা রহমান বলেন, আজ আমরা সবাই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের নিয়ে একত্রিত হয়েছি এটি আমাদের আনন্দের বিষয়। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা বাচ্চাদের অত্যন্ত জরুরি। কারণ এতে শারীরিক ও মানসিক বিকাশ, সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধিসহ খেলোয়াড়সুলভ মনোভাব গড়ে ওঠে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শুধু বিদ্যালয়ে আসলেই লেখাপড়ার মানোন্নয়ন সম্ভব না, প্রয়োজন নিয়মিত চর্চা। শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা কি শিখলো, তা অভিভাবকদের তদারকি করতে হবে।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।