স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৫৫ বোতল ভারতীয় মদের চালান জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি। শনিবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির।
বিজিবি জানিয়েছে, শুক্রবার গভীর রাতে সুনামগঞ্জ সদর ও তাহিরপুর উপজেলার ডলুরা, নারায়ণতলা ও বীরেন্দ্রনগর বিওপির সদস্যরা সীমান্তের নৈগাও, কাপনা, কামারভিটা ও রঙ্গারছড়া এলাকা থেকে ৮৫৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ১২ লাখ ৮২ হাজার ৫০০ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, শুক্রবার গভীর রাতে সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভারতীয় ৮৫৫ বোতল মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মদ সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।