ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি গ্রামের সামনের সড়ক থেকে শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ স¤পাদক আল মামুন (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে গত বছরের ৭ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলার পাইকুরাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ স¤পাদক ও পাইকুরাটি গ্রামের বাসিন্দা আল মামুনকে শনিবার বেলা দেড়টার দিকে নিজ গ্রামের সামনের সড়ক থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।