স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দিন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে শহরতলির পূর্ব ইব্রাহীমপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে সুনামগঞ্জের সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, ইউপি সদস্য গিয়াস উদ্দিনের সুনামগঞ্জ শহরে রয়েছে একটি ওয়ার্কশপ। সেই ওয়ার্কশপের কর্মচারী ইয়াহিয়া (২২) নামের যুবক একই গ্রামের বাসিন্দা। তার পিতার নাম তারা উদ্দিন। ঘটনার সময় কর্মচারী ইয়াহিয়ার সাথে চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় গিয়াস উদ্দিনের। এক পর্যায়ে ইয়াহিয়া তার হাতে থাকা ছুরি দিয়ে গিয়াস উদ্দিনের পেট লক্ষ্য করে আঘাত করে। এতে গিয়াস উদ্দিন গুরুতর আহত হন।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সুনামগঞ্জ শহরে গিয়াস উদ্দিনের ওয়ার্কশপে কাজ করতো ইয়াহিয়া। গত দুইদিন যাবত ওয়ার্কশপের কাজে অনুপস্থিত থাকায় গিয়াস উদ্দিন মোবাইল ফোনে উত্তেজিত হয়ে কথা কাটাকাটি করেন। পরে ঘটনার দিন সকালে পূর্ব ইব্রাহীমপুর গ্রামের নদীরপাড়ে মোবাইল ফোনে ডেকে এনে ইয়াহিয়াকে গালমন্দ করেন গিয়াস উদ্দিন। এ সময় ইয়াহিয়া সাথে রাখা ছুরি দিয়ে গিয়াস উদ্দিনের পেট লক্ষ্য করে আঘাত করে।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম বলেন, সদর উপজেলার সুরমা ইউপি সদস্য গিয়াস উদ্দিনকে ছুরি দিয়ে আঘাত করার ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি পূর্ব ইব্রাহীমপুরে। ইউপি সদস্য এখনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।