
শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম বাজারস্থ সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে নবনির্বাচিত আহ্বায়ক মনির উদ্দিন মনিরকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানিয়েছেন জাতীয় মহিলা পার্টি সুনামগঞ্জ জেলা নেত্রীবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা পার্টি সুনামগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক ফরিদা পারভীন ও মমতাজ বেগম। আরো উপস্থিত ছিলেন শাহিনা বেগম, রওশন আরা, মাসুমা আখতার, পারুল বেগম প্রমুখ। এসময় তারা বলেন, দীর্ঘ দিন পরে হলেও জাতীয় পার্টির তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্ব মনির উদ্দিনকে জাতীয় পার্টি সুনামগঞ্জ জেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করায় আমরা আনন্দিত। আমরা আশাবাদী মনির উদ্দিনের নেতৃত্বে আমরা এ জেলায় জাতীয় মহিলা পার্টিকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে পারব। তিনি একজন পরিশ্রমী ও সাহসী সংগঠক। - সংবাদ বিজ্ঞপ্তি