দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের কনফারেন্স হলে প্রধান শিক্ষক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবু মুছা ও শাহিন আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলেজ হোম প্রি ক্যাডেট একাডেমির প্রিন্সিপাল ও দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসিত বরণ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য কবির আহমেদ, হিমাংশু চন্দ্র দাস, তাজুল ইসলাম, নিউটন সামন্ত, রাজানগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খয়ের। বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক সমীর মোহন দাস, তরিকুল ইসলাম, দিতি সরকার প্রমুখ। সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।